ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

টিকা নিলে বিনামূল্যে যৌনপল্লীতে কাটানোর সুযোগ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৩, ১১ নভেম্বর ২০২১ | আপডেট: ২২:৪৫, ১১ নভেম্বর ২০২১

অভিনব সমাধান নিয়ে এল ভিয়েনা শহরের একটি যৌনপল্লী ছবি: রয়টার্স

অভিনব সমাধান নিয়ে এল ভিয়েনা শহরের একটি যৌনপল্লী ছবি: রয়টার্স

Ekushey Television Ltd.

বিশ্বব্যাপী করোনা মহামারি এখনো প্রাণ কেড়ে নিচ্ছে। এ থেকে পরিত্রাণের উপায় হলো টিকা নেয়া। সে জন্য টিকাকরণ নিয়ে কড়া নীতি নিয়েছে সরকার। কিন্তু এখনও সচেতনতার অভাব নাগরিকদের মধ্যে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশে টিকাকরণের গতি বাড়াতে অভিনব সমাধান নিয়ে এল ভিয়েনা শহরের একটি যৌনপল্লী।

অস্ট্রিয়ার ফান পালাস্ট যৌনপল্লীতে চালু হয়েছে নতুন নিয়ম। তা হল, কোনও গ্রাহক যৌনপল্লীতে খোলা টিকা শিবির থেকে টিকা নিলে পছন্দের যৌনকর্মীর সঙ্গে আধ ঘণ্টা সময় কাটানোর সুযোগ পাবেন তিনি। বিনামূল্যে।

সম্প্রতি অস্ট্রিয়ার সরকার ঘোষণা করেছে, কোভিডের দু’টি টিকা নেওয়া না থাকলে রেস্তরাঁ, হোটেল বা বড় কোনও অনুষ্ঠানে যেতে পারবেন না কেউ। এর পরও জনসাধারণের মধ্যে টিকাগ্রহণ নিয়ে সচেতনতা না বাড়ায় যৌনপল্লীতে গ্রাহক সংখ্যা প্রায় ৫০ শতাংশ কমে গিয়েছে বলে জানাচ্ছেন ফান পালাস্টেরই এক কর্মী।

আর এক কর্মী জানান, ‘‘আমরা যৌনপল্লীতে একটি টিকাশিবির খুলেছি। আশা করছি আমাদের এই নতুন উদ্যোগে মানুষের মধ্যে সচেতনতাও বাড়বে আর আমাদের রোজগারও বাড়বে।’’ সূত্র: আনন্দবাজার

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি