ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

পোলিং অফিসার সুন্দরী হওয়ায় ভোটারও বেশি!

প্রকাশিত : ১২:৫৪, ১৫ মে ২০১৯ | আপডেট: ১২:৫৮, ১৫ মে ২০১৯

Ekushey Television Ltd.

রীনা দ্বিবেদী। ভারতের লখনউয়ের মহিলা পোলিং অফিসার। হলুদ শিফন পরে দায়িত্ব পালনকালে এই অফিসারের ছবি সামনে আসতেই ভারত জুড়ে শোরগোল পড়ে গিয়েছে।

আসলে পোলিং বুথে এমন সুন্দরী অফিসারের দেখা মেলাই ভার। সেখানে তিনি তো একেবারে নায়িকা অবতারে হাজির। দেখেই খুশি হয়ে ভোট দিয়েছেন সাধারণ নাগরিক।

তার ছবি ভাইরাল হতেই একের পর এক তথ্য উঠে এল রীনা দ্বিবেদীর সম্বন্ধে। জানা গিয়েছে যে তিনি ছবি তুলতে বেজায় ভালবাসেন।

নিজেই জানিয়েছেন যে ভোজপুরি ছবিতে নায়িকার চরিত্রের জন্য প্রস্তাব পেয়েছিলেন তিনি৷ কিন্তু সে পথে হাঁটেননি৷ 

তবে বলিউডে সুযোগ পেলে তিনি কাজ করবেন, জানিয়েছেন রীনা৷ সোশ্যাল মিডিয়ায় আপাতত ফলোয়ারের সংখ্যা বেড়েছে৷

রীনা জানিয়েছেন তিনি অফিসেও বেশ পরিপাটি হয়েই যান৷ সোশ্যাল মিডিয়ায় আপাতত ফলোয়ারের সংখ্যা বেড়েছে৷ ছোট থেকেই নিজেকে নিয়ে বেশ ব্যস্ত থাকেন রীনা৷ সাজতে ভালবাসেন৷ 

যে কোনও পরিস্থিতিতে কেমন হবে তার সাজ পোশাক, সেই নিয়ে খুবই সতর্ক থাকেন এই সরকারি অফিসার৷

দেখে বোঝার উপায় নেই যে এই মহিলার ১৩ বছরের মেয়ে রয়েছে৷ তিনি যে বুথের দায়িত্বে ছিলেন সেখানে ৭০শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন রীনা৷ যিনি একসময় নায়িকা হওয়ার সুযোগ হাতছাড়া করেছিলেন, তিনিই আজ সোশ্যাল মিডিয়ার দৌলতে স্টারের তকমা পাচ্ছেন৷

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি