ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

টানা দু`বছর ৮ ভাইয়ের লালসায় পুড়ল মেয়ে দুটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৯, ২০ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

টানা ২ বছর ধরে আট ভাইয়ের যৌন লালসার শিকার হয়েছে বোনের দুই নাবালিকা মেয়ে। যৌন অত্যাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ফুফাত ও চাচাত আট ভাইকে। এই লোমহর্ষক ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ুর ভিল্লুপুরম জেলার ব্রাম্মাদেশম গ্রামে। 

তিনডিভানাম মহিলা পুলিশ থানার কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার ওই গ্রাম থেকে ৮ যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, গত দুই বছর ধরে ৯ ও ৭ বছরের দুটি নাবালিকা মেয়ের উপর লাগাতার যৌন অত্যাচার চালিয়েছে তারা। পুলিশ তদন্তে জানতে পেরেছে, ভুক্তভুগী দুই কিশোরী তাদের নানীর বাড়িতে থাকত। সেখানেই লাগাতার অত্যাচারিত হয় দুই বোন। 

জানা যায়, তিন বছর আগে কিশোরীর মা ও বাবার সম্পর্ক ছিন্ন হয় এবং তারা আলাদা হন। এরপর নিজ অফিসেরই সহকর্মীকে বিয়ে করে পন্ডিচেরিতে বসবাস করতে থাকেন মা। তাই নানীর কাছেই থাকতে হত দুই বোনকে। 

অত্যাচারিতা এক কিশোরীর কথায়- কখনও চকোলেট, কখনও বিস্কুটের লোভ দেখিয়ে শরীরের নানান জায়গায় হাত দিত মায়ের ফুফাতো ও চাচাতো ভাইয়েরা। ভয় দেখিয়ে তাঁদের মুখ খুলতে মানা করেছিল অভিযুক্তরা। 

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আট জনের বয়স ২২ থেকে ৩৭ বছরের মধ্যে। 

এদিকে, নানীর বাড়ি থেকে পরে দুই মেয়েকে নিয়ে নিজের কাছে রাখেন এবং কাঠিরকামামের একটি স্কুলে ভর্তি করিয়ে দেন মা। কিন্তু সেখানে পড়াশোনায় অমনোযোগী হওয়ায় স্কুলের শিক্ষকরা তাদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। তখনই তারা সব জানান শিক্ষিকাদের। 

নানীর বাড়িতে অমানসিক যৌন অত্যাচার সহ্য করার পর নতুন স্কুলে ভর্তি হলেও ভয়ের মধ্যেই ছিল দুই বোন। পরে পন্ডিচেরির শিশু হেল্পলাইনে বিষয়টি জানান শিক্ষিকারা। আপাতত মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হয়েছে দুই নাবালিকাকে।

এনএস/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি