ঢাকা, বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪

ইন্দোনেশিয়ায় ৬.১ মাত্রার ভূমিকম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৩, ১০ জুলাই ২০২১ | আপডেট: ১৫:৪৫, ১০ জুলাই ২০২১

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় সুলাওয়েসি দ্বীপে শনিবার ৬.১ তীব্রতার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ খবর জানায়। তবে এতে সুনামি সতর্কতা জারি করা হয়নি কিংবা ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের উৎপত্তিস্থল উত্তর সুলাওয়েসি’র মানাদাও শহর থেকে ২৫৮ কিলোমিটার উত্তর পূর্বাঞ্চলে এবং ভূমির ৬৮ কিলোমিটার গভীরে। 

উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অবস্থানে ইন্দোনেশিয়া থাকায় সেখানে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির সক্রিয়তা দেখা যায়। এখানে টেকটোনিক প্লেটগুলোর সংঘর্ষ ঘটে। চলতি বছরের জানুয়ারি মাসে সুলাওয়েসিতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে একশ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে। ঘরবাড়ি হারিয়ে অসহায় হয়ে পড়ে হাজার হাজার মানুষ।

এর আগে ২০১৮ সালে লম্বক দ্বীপে কয়েক সপ্তাহজুড়ে একাধিক ভূমিকম্প অনুভূত হয়। এর জের ধরে হলিডে দ্বীপ এবং নিকটবর্তী সামবাওয়া এলাকায় ৫৫০ জনের বেশি লোক  নিহত হয়। ওই বছরের শেষের দিকে সুলাওয়েসি দ্বীপের পালু ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে। সে সময় চার হাজার ৩শ’ জনেরও বেশি মানুষ নিহত বা নিখোঁজ হয়।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি