ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪

দুই মন্ত্রণালয়ে ১১৪ জনকে নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২০, ১৬ অক্টোবর ২০১৭

সরকারের দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়ে জনবল নেওয়া হবে। এর মধ্যে অর্থ মন্ত্রনালয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে নিয়োগ দেওয়া হবে ৫৭ জনকে। আর প্রতিরক্ষা মন্ত্রনালয়ে নেওয়া হবে ৫৭ জনকে। এ লক্ষে জনবল চেয়ে দুটি মন্ত্রনালয়ের পক্ষ থেকে আলাদা আলাদা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সরকারী চাকরিতে আগ্রহী হলে আপনিও আবেদন করতে পারেন এসব পদে।   

কোন কোন পদে নিয়োগ
বিজ্ঞপ্তি অনুযায়ী রাজস্ব খাতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্যপদে লোকবল নিয়োগ দেবে মন্ত্রণালয়টির অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। কম্পিউটার অপারেটর পদে ৬ জন, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ১৪ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১৩ জন এবং অফিস সহায়ক পদে ২৪ জন দেওয়া হবে নিয়োগ।


বয়সসীমা
১ অক্টোবর ২০১৭ তারিখের হিসেবে সাধারণ কোটার প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর এবং মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে।


আবেদন যোগ্যতা
কম্পিউটার অপারেটর পদে আবেদনের জন্য প্রার্থীকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তবে অগ্রাধিকার দেওয়া হবে বিজ্ঞান বিভাগের প্রার্থীদের। সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদটিতে আবেদনের জন্য প্রার্থীকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এছাড়া কম্পিউটার প্রশিক্ষণ এবং সাঁটমুদ্রাক্ষরিক ও কম্পিউটারে থাকতে হবে সরকারি নিয়োগবিধি অনুসারে টাইপিং গতি। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে এইচএসসি পাস হলেই আবেদন করা যাবে। আর সরকারি নিয়োগবিধি অনুসারে থাকতে হবে টাইপিং গতি। অফিস সহায়ক পদে এএসসি পাস হলেই আবেদন করতে পারবেন।


বেতন-ভাতা
কম্পিউটার অপারেটর ও সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ১১,০০০-২৬,৫৯০ টাকা স্কেলে এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৯,৩০০-২২,৪৯০ টাকা স্কেলে বেতন দেওয়া হবে। অফিস সহায়ক পদে পাওয়া যাবে ৮,২৫০-২০,০১০ টাকা স্কেলে বেতন। এ ছাড়া থাকবে নির্দিষ্ট সুযোগ-সুবিধা।


যেভাবে আবেদন
টেলিটকের http://erd.teletalk. com.bd -এই ওয়েবসাইটের মাধ্যমে, অনলাইনে আবেদন করতে হবে। এ ছাড়া আবেদন সংক্রান্ত যে কোনো তথ্য জানা যাবে মন্ত্রণালয়ের িি.িবৎফ.মড়া.নফ ওয়েবসাইটে।

ডেটলাইন
অর্থমন্ত্রনালয়ে আবেদন প্রক্রিয়া এরইমধ্যে শুরু হয়ে গেছে। আবেদন করতে হবে ৩১ অক্টোবরের মধ্যে।


**প্রতিরক্ষা মন্ত্রনালয়
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস)-এ নতুন জনবল নিয়োগ দিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট নয় ধরনের পদে ৫৭ জনকে এ নিয়োগ দেওয়া হবে।
যেসব পদে নিয়োগ
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আপার ডিভিশন অ্যাসিসটেন্ট (ইউডিএ-০৪টি), সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (০১), অফিস সহকারী (২২টি), স্টোরম্যান (০৯টি), এমটি ড্রাইভার (০৯টি), ফটোকপি অপারেট (০২টি), অফিস সহায়ক (পূর্বের দপ্তরী-০২টি), অফিস সহায়ক (পূর্বের পিয়ন-০৫টি), নিরাপত্তা প্রহরী (০৩টি) পদে এ নিয়োগ দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
প্রত্যেকটি পদের জন্য পৃথক পৃথক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চাওয়া হয়েছে। তবে পদগুলোতে শুধু মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও পুত্র-কন্যার পুত্র-কন্যারা আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে (http://mes.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন।
আবেদনের সময়সীমা
আগ্রহী  প্রার্থীরা আগামী ২১অক্টোবর, ২০১৭ থেকে ০৪ নভেম্বর, ২০১৭ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি