ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪

পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১০০ জনকে নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০২, ১৭ অক্টোবর ২০১৭ | আপডেট: ১২:৫১, ২১ অক্টোবর ২০১৭

জনবল নিয়োগ দেবে বাংলাদেশ সরকারের পরিবার পরিকল্পনা অধিদপ্তর। অধিদপ্তরের অধীনে এমসিএইচ-সার্ভিসেস ইউনিটের “৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির (HPNSP)আওতাধীন ম্যাটারনাল, চাইল্ড, রিপোডাকটিভ এন্ড এডোলেসেন্ট হেলথ (MCRAH) এর আওতায় সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এ নিয়োগ দেওয়া হবে। সহকারী নার্সিং এ্যাটেনডেন্ট (মহিলা) পদে ১০০ জনকে নিয়োগ দেয়া হবে ।

পদের নাম:

সহকারী নর্সিং এ্যাটেনডেন্ট(মহিলা)-১০০ জন।

বেতন

১৭,৭০৫ টাকা।  

যোগ্যতা

ক)মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ ।

খ)বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারী কাউন্সিল(BNMC)কর্তৃক স্বীকৃত সহকারী/বেসরকারী নার্সিং প্রতিষ্ঠান হতে জুনিয়র মিডয়াইফারী (১৮ মাস/কমিউনিটি প্যারামেডিক্স(২ বৎসর)এ সনদপ্রাপ্ত(BNMC)কর্তৃক স্বীকৃত।

গ)মিডওয়াইফারী বিষয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে ।

যে বিভাগের প্রার্থীদের নেওয়া হবে

ঢাকা,চট্রগ্রাম,সিলেট,রাজশাহী,রংপুর,খুলনা,বরিশাল এবং ময়মনসিংহের প্রার্থীরা আবেদন করতে পারবে ।

আবেদন প্রক্রিয়া

ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন সময়ে পরিচালক,এমসিএইচ-সর্ভিসেস ইউনিট,পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ৬,কাওরানবাজার, ঢাকা-১২১৫, বরাবরে প্রার্থীদের দরখাস্ত জমা দিতে হবে । আবদনপত্রের খামের উপর পদের নাম,নিজ জেলা,কোটা উল্লেখ করতে হবে।

বিস্তারত জানতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন ।

আবেদনের শেষ সময়

১২ নভেম্বর, ২০১৭ ইং তারিখের মধ্যে আবেদন পত্র পাঠাতে হবে ।

 বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতে-


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি