ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

সহকারী জজ পদে ৫০ জনকে নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৭, ২১ মার্চ ২০১৮ | আপডেট: ১০:৪০, ২২ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সহকারী জজ পদে ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই ও মনোনয়ন করা হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম ও সংখ্যা

সহকারী জজ পদে ৫০ জন

যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক বা দ্বিতীয় শ্রেণির এলএলএম ডিগ্রি থাকতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে অনূর্ধ্ব ৩২ বছর।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে (www.bjsc.gov.bd) বিজেএসসি ফরম-১ পূরণ করে আবেদন করতে পারবেন। উল্লেখিত ওয়েবসাইটে ১২শ বিজেএস পরীক্ষার বিজ্ঞপ্তি ও অনলাইনে আবেদনপত্র পূরণের বিস্তারিত নির্দেশনাবলী পাওয়া যাবে। ১২শ বিজেএস পরীক্ষার বিজ্ঞপ্তি এবং আবেদনপত্র পূরণের নিয়মাবলী সংবলিত ইউজার গাইড ও বিজেএস ফর্ম ১ এর নমুনা কপি কমিশনের ওয়েবসাইটে আগামী ৫ এপ্রিল ২০১৮ তারিখ হতে E-Application বাটনে ক্লিক করলে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিটি সরাসরি পেতে প্রতিষ্ঠানটির এই লিংকটি http://www.bjsc.gov.bd/blog-detail-fullwidth.php?blog=17 দেখুন।

পরীক্ষার ফি

টেলিটক সিমের মাধ্যমে নিবন্ধন ফি ১২০০ টাকা জমা দিতে হবে।

 

আবেদনের সময়সীমা

আগামী ৫ এপ্রিল-২০১৮ তারিখ সকাল ১০টা থেকে ২৫ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি