ঢাকা, শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫

হাদির মৃত্যু, ঢাকাজুড়ে ছাত্র-জনতার বিক্ষোভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:৩৪, ১৯ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ক্ষোভে ফেটে পড়ে ছাত্র-জনতা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেন তারা।

বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারতের আগ্রাসন ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘শহীদের রক্ত বৃথা যেতে দেব না’ এবং ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা বলব’—এমন নানা স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাদির মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই কয়েক হাজার মানুষ শাহবাগ মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে বিক্ষোভকারীদের সংখ্যা আরও বাড়তে থাকে। এতে শাহবাগ এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি