ঢাকা, শুক্রবার   ১০ মে ২০২৪

সরকারি পাঁচ প্রতিষ্ঠানে শতাধিক পদে নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৭, ৪ জুন ২০১৮

সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য সুসংবাদ। প্রায় শতাধিক পদে জনবল নিয়োগ দেবে পাঁচটি প্রতিষ্ঠান। এলক্ষ্যে সম্প্রতি পৃথক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন প্রতিষ্ঠানগুলোয়।  
কোন কোন প্রতিষ্ঠানে নিয়োগ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে ৪ পদে ১০ জন, চা উন্নয়ন বোর্ডে ১১ জন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ছয়জনকে নেওয়া হবে, ৯০ জনকে নিয়োগ দেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, মৎস্য বিভাগে বেশ কয়েকজনকে নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানভেদে নিয়োগের শর্ত ও যোগ্যতাগুলো নিচে দেওয়া হলো।
চা উন্নয়ন বোর্ড
বাংলাদেশ চা উন্নয়ন বোর্ড একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ছয়টি পদে মোট ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে পুরুষ ও নারী উভয়েই আবেদন করতে পারবেন। উপপরিচালক পদে আবেদনের যোগ্যতা বাণিজ্যে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি এবং উভয় ক্ষেত্রে কমপক্ষে দ্বিতীয় শ্রেণিসহ কোনো সরকারি/আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় প্রধান হিসাব রক্ষক কর্মকর্তা পদে ১০ বছর চাকরির অভিজ্ঞতা, পাঁচ বছরের  অভিজ্ঞতাসহ চার্টাড অ্যাকাউন্টেন্ট বা সরকার স্বীকৃত কোনো  হিসাব ইনস্টিটিউটের সহযোগী সদস্যকে অগ্রাধিকার দেওয়া হবে। অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে আবেদনের যোগ্যতা এইচএসসি পাস ও বাংলা, ইংরেজি টাইপিংয়ে যথাক্রমে ১৫ ও ২০ গতিসম্পন্ন হতে হবে। গাড়িচালক পদে আবেদনের যোগ্যতা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে ভারি/মাধ্যম ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হতে হবে। অফিস সহায়ক নেওয়া হবে দু’জন। আবেদনের যোগ্যতা  অষ্টম শ্রেণি পাস ও সুস্বাস্থের অধিকারী হতে হবে। নিরাপত্তা প্রহরী- একজনকে নেওয়া হবে।  আবেদনের যোগ্যতা অষ্টম শ্রেণি পাস হতে হবে। পরিচ্ছন্নতাকর্মী পদে একজনকে নেওয়া হবে। আবেদনের যোগ্যতা অষ্টম শ্রেণি পাস ও সুস্বাস্থ্যের টিপস  অধিকারী হতে হবে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২৪ জুন ২০১৮ পর্যন্ত।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর
জনবল নেবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। মোট ছয়টি পদে নিয়োগ দেওয হবে। উক্ত পদে নারী- পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। উচ্চমান সহকারী পদে আবেদনের যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি হতে হবে। বেতন ১০,২০০-২৪৬৮০ টাকা। বেতার যন্ত্রচালক পদে আবেদনের যোগ্যতা সরকারি অনুমোদিত টিএনটি ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ সার্টিফিকেট / সমমান ডিগ্রি হতে হবে। বেতন ৯,৭০০-২৩,৪৯০টাকা। অফিস সহকারী কাম-কম্পিউটার  মুদ্রাক্ষরিক পদে আবেদনের যোগ্যতা স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক / সমমান ডিগ্রি হতে হবে। এ ছাড়া প্রার্থীদের আ্যাপ্টিচিউড পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা। গাড়িচালক পদে আবেদনের যোগ্যতা প্রার্থীদের অষ্টম শ্রেণি পাস হতে হবে। এ ছাড়া প্রার্থীকে বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ হালকা ও ভারী গাড়ি চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা। অফিস সহায়ক পদে আবেদনের যোগ্যতা অষ্টম শ্রেণি পাস  হতে হবে। বেতন ৮২৫০-২২,০১০ টাকা। নিরাপত্তা প্রহরী পদে আবেদনের  যোগ্যতা প্রার্থীদের অষ্টম শ্রেণি পাস হতে হবে। বেতন ৮২৫০-২২,০১০ টাকা।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা ২৫ জুন, ২০১৮।
ঢাকা উত্তর সিটি    
ঢাকা উত্তর সিটি করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি দুই ধরণের শ্রমিক পদে মোট ৯০ জনকে নিয়োগ দেবে। অদক্ষ শ্রমিক (মশককর্মী)-৫৪ টি পদে লোকবল নেওয়া হবে।  আবেদনের যোগ্যতা অষ্টম শ্র্রেণি পাস থাকতে হবে এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে। তবে শুধু পুরুষরাই এই পদে আবেদন করতে পারবেন। অদক্ষ শ্রমিক-৩৬ টি পদে আবেদনের যোগ্যতা অষ্টম শ্র্রেণি পাস থাকতে হবে। আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা http://www.dncc.gov.bd/ ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করে তা পূরণ করে সচিব, ঢাকা উত্তর সিটি করপোরেশন, প্লট ২৩-২৬, রোড-৪৬,গুলশান-২, ঢাকা-১২১২ ঠিকানায় পাঠাতে হবে। আগ্রহী প্রার্থীরা ১০ জুন, ২০১৮ তারিখের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ নেবে ১০ জন
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ৪ পদে ১০ জনকে নিয়োগ দেবে। বার্তাবাহক পদে ১ জনকে নেওয়া হবে। আবেদনের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমমানের পাস হতে হবে। বার্তাবাহক পদে পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আর অফিস সহায়ক পদে ৪ জনকে নেওয়া হবে। আবেদনের যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমমানের পাস হতে হবে। অফিস সহায়ক পদে পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার চালনায় পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে। নিরাপত্তা প্রহরী পদে ৪ জনকে নেওয়া হবে। আবেদনের যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণি পাস হতে হবে। নিরাপত্তা প্রহরী হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পরিচ্ছন্নতা কর্মী পদে ১ জনকে নেওয়া হবে। আবেদনের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণি পাস হতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের নিয়ম
মাহাপরিচালক, হাইড্রোকার্বন ইউনিট, ১৫৩, পাইওনিয়ার রোড, সেগুনবাগিচা, ঢাকা ১০০০। আবেদনের সময়সীমা ১০ জুন ২০১৮।
মৎস্য বিভাগে নিয়োগ
খাগড়াছড়ি পার্বত্য জেলা কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জেলা পরিষদের মৎস্য বিভাগে এই নিয়োগ দেওয়া হবে।তিনটি পদে ছয়জনকে। শুধু খাগড়াছড়ি জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। ক্ষেত্র সহকারী পদে দুজনকে নেওয়া হবে। আবেদনের যোগ্যতা অনুমোদিত যেকোনো শিক্ষা বোর্ড হতে উচ্চমাধ্যমিক পাস থাকতে হবে। বেতন নিয়োগ প্রাপ্তরা বেতন পাবেন ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা। অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের যোগ্যতা  অনুমোদিত যেকোনো শিক্ষা বোর্ড হতে উচ্চমাধ্যমিক পাস থাকতে হবে। বেতন দেওয়া হবে ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা। আর অফিস সহায়ক পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে।  আবেদনের যোগ্যতা অষ্টম শ্রেণি পাস। নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের আবেদন ফরম কম্পিউটারে বা স্বহস্তে পূরণ করে তা জেলা মৎস্য কর্মকর্তা, খাগড়াছড়ি পার্বত্য জেলা বরাবর ঠিকানায় ডাকযোগে বাসরাসরি পৌঁছাতে হবে। আগামী ১০ জুন ২০১৮ তারিখের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে।
/ এআর /







Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি