ঢাকা, শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫

ঢাকার পথে রওনা দিলেন হাদির পরিবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৫, ১৯ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ছোট বোন মাসুমা ও তার স্বামী আমির হোসেন হাওলাদার ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে তারা হাদির জন্মস্থান ঝালকাঠির নলছিটি উপজেলা থেকে ঢাকার পথে যাত্রা করেন। 

এদিকে ওসমান হাদির মৃত্যুর খবর শুনে শুক্রবার সকালে তার গ্রামের বাড়িতে আত্মীয়-স্বজন ছুটে আসেন। তারা হাদির স্মৃতিচারণ করে কান্নায় ভেঙে পড়েন এবং তার হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে হাদির কফিন শুক্রবার দেশে আনা হবে। স্থানীয় সময় বিকাল সাড়ে ৩ টা ৫০ মিনিটে ফ্লাইট ছাড়বে, ঢাকায় নামবে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে।

উল্লেখ্য, গত সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়েছিল গুলিবিদ্ধ ওসমান হাদিকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যু হয়।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি