ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

ছয় ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানে ১২২৯ জনকে নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৭, ১০ অক্টোবর ২০১৮ | আপডেট: ১১:৪০, ১১ অক্টোবর ২০১৮

রাষ্ট্রায়ত্ব ছয় ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠান জনবল নিয়োগ দেবে। মোট ১২২৯ জনকে নিয়োগ দিতে সমন্বিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে। আগ্রহীরা যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারেন।

যেসব প্রতিষ্ঠানে নিয়োগ

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, কর্মসংস্থান ব্যাংক, প্রবাসীকল্যাণ ব্যাংক, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ‘ঊর্ধ্বতন কর্মকর্তা (সাধারণ)’ পদে নিয়োগ দেবে।

আবেদনের যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/ সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ/ শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/ শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

বেতন

জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ২২,০০০-৫৩,০৬০ টাকা দেওয়া হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php-অনলাইন আবেদন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

আগামী ৩১ অক্টোবর, ২০১৮ পর্যন্ত আবেদন করা যাবে

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি