ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে আন্দোলন পণ্ড: আটক ৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৯, ৩ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৭:১৩, ৩ নভেম্বর ২০১৮

চাকরিতে বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারীদের মধ্য থেকে প্রায় নয়জনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন- নাদিয়া, সোনিয়া চৌধুরী, সুলতানা, এম এ আলী, নকীব চৌধুরী, পলাশ, সজল, রাসেল ও ইমরান।

আজ শনিবার দুপুর ১টার দিকে তাদেরকে পাবলিক লাইব্রেরির সামনে থাকে আটক করা হয়। এ সময় পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনায় আহত হন আরও দশ-বারো জন। জাদুঘরের সামনে পুলিশের বাধায় আন্দোলনকারীরা এরপর টিএসসিতে সমাবেশ করেন।

আন্দোলনকারীদের একজন শিফাত মোস্তাফা জানান, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। পুলিশ সেখান থেকে আমাদের প্রায় নয়জনকে শাহবাগ থানায় আটক করে নিয়ে যায়। তবে কোন অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে তা আমরা জানি না।

এ বিষয়ে রমনার এডিসি এইচএম আজিমুল হক বলেন, দুপুরের দিকে আন্দোলনকারীরা পাবলিক লাইব্রেরির সামনের গেটে ভাঙচুর করে। ভাঙচুরের সময় কয়েকজন আন্দোলনকারীকে আটক করা হয়েছে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, দীর্ঘ দিন থেকে সাধারণ শিক্ষার্থীরা সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে আন্দোলন করে যাচ্ছেন। এর আগে তারা শাহবাগ অবরোধ করেও আন্দোলন করেন।

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি