ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

সাবেক ডিআইজি বজলুর রশিদের জামিন আবেদন খারিজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৬, ১ জুন ২০২০

Ekushey Television Ltd.

দুর্নীতির মামলায় কারা অধিদপ্তরের বরখাস্তকৃত ডিআইজি প্রিজন বজলুর রশিদের জামিন আবেদন ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে ভিডিও কনফারেন্সে বজলুর রশিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মেসবাউল ইসলাম আসিফ। অপরদিকে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। 

এ বিষয়ে অ্যাডভোকেট খুরশিদ আলম খান বলেন, দুর্নীতির মামলায় কারা অধিদপ্তরের বরখাস্তকৃত ডিআইজি প্রিজন বজলুর রশিদের জামিন আবেদন ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দিয়েছেন আদালত।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় কারা অধিদপ্তর থেকে বরখাস্তকৃত ডিআইজি প্রিজন বজলুর রশিদের জামিন নামঞ্জুর করেন নিম্ন আদালত। গত বছরের ২০‌ অক্টোবর সেগুনবাগিচা এলাকা থেকে ঘুষ লেনদেনের অভিযোগে বজলুর রহমানকে গ্রেপ্তার করে দুদক।

অভিযোগ থেকে জানা যায়, বজলুর রহমানের বিরুদ্ধে ৩ কোটি ৮ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এ ২৭(১) ধারায় দুদকের উপপরিচালক সালাহউদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি