ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

সঞ্চয়পত্রের মুনাফা বাড়লে ব্যাংকে টাকা থাকবে না: অর্থ উপদেষ্টা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৫, ৫ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

সঞ্চয়পত্রের মুনাফার হার অতিরিক্ত বাড়ালে ব্যাংক খাতে তারল্য সংকট দেখা দিতে পারে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “সঞ্চয়পত্র বিক্রি করে দিলে ব্যাংকে টাকা আসবে কোত্থেকে?”

শনিবার (৫ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন বলেন, “সঞ্চয়পত্রের মুনাফা বাড়িয়ে দিলে সবাই সেখানে বিনিয়োগ করবে, ফলে ব্যাংকে টাকা জমা কমবে। অথচ ব্যাংকেও তারল্য বজায় রাখা জরুরি। এ বিষয়ে ভারসাম্য রক্ষা করতে হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ ব্যাংক খারাপ ব্যাংকগুলো পুনর্বাসনের চেষ্টা করছে। ইসলামি ব্যাংক এর একটি উদাহরণ। সেখানে এখন মানুষের আস্থা ফিরছে।”

ব্যাংকিং খাতকে স্থিতিশীল করতে ব্যাংক রেজুলেশন অ্যাক্ট চালুর প্রসঙ্গ টেনে তিনি জানান, “এই আইনের মূল লক্ষ্য হচ্ছে—ব্যাংকে টাকা রাখা মানুষ যেন নিরাপদ থাকে। কেউ টাকা হারাবে না, তবে ফেরত পেতে কিছুটা সময় লাগতে পারে।”

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এ চলমান অস্থিরতা নিয়েও কথা বলেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, “সমস্যা সমাধানে আলোচনা চলছে। ইতোমধ্যে একটি পাঁচ সদস্যের শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে।”

বিদেশি বিনিয়োগ সহজ করতে সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে সালেহউদ্দিন বলেন, “বিনিয়োগকারীদের যেন ১০-১২ জায়গায় ছুটতে না হয়, সেজন্য সব ধরনের ছাড়পত্র কেন্দ্রীয়করণের উদ্যোগ নেওয়া হয়েছে।”

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি