ঢাকা, শনিবার   ১৬ আগস্ট ২০২৫

‘তত্ত্বাবধায়ক বাতিলে রায়ের তোয়াক্কা করেননি শেখ হাসিনা’ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৬, ১৯ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

আদালতের রায়ের তোয়াক্কা না করে শেখ হাসিনা নিজের সিদ্ধান্তে তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিল বলে জানিয়েছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি এম এ মতিন।

শনিবার (১৯ অক্টোবর) সিআরডিএপি অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

সাবেক বিচারপতি এম এ মতিন বলেন, সব অধিকার সংবিধানে লেখা থাকে না। কিছু অধিকার সব কিছুর উর্ধে। শিক্ষার্থীরা বিপ্লবের মধ্য দিয়ে তা প্রমাণ করে দিয়েছে।

তিনি বলেন, যারা ক্ষমতায় থাকে তাদের বুঝতে হবে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান তাদের দায়িত্ব। 

বিচারপতি মতিন বলেন, সব কিছু নয়, সংবিধানের যেখানে প্রয়োজন সেখানে সংস্কার করা প্রয়োজন।  

বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে বলেন, এ জন্য সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহাল করতে হবে। তবেই বিচার বিভাগের স্বাধীনতা আসবে।

এম এ মতিন বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে পার্লামেন্টে আলোচনা হয়নি। শুধু তোষামোদি হয়েছে। বিচার বিভাগ ও সংসদ ভূমিকা হারিয়েছিল। বিচার বিভাগকে স্বাধীন করা অত্যন্ত জরুরি। স্বাধীন বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও মিডিয়া দরকার।

সেমিনারে অংশ নেন দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেখ হাফিজুর রহমান কার্জন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি