ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

পিকে হালদারের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩১, ১০ নভেম্বর ২০২১

ব্যাংক ও আর্থিক খাতের হাজার হাজার কোটি টাকা নিয়ে কানাডায় পলাতক প্রশান্ত কুমার হালদারসহ (পিকে হালদার) ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১০ নভেম্বর) সকালে দুদকের প্রধান কার্যালয় এই অভিযোগপত্র অনুমোদন দেয়। শিগগিরই উপপরিচালক মো. সালাউদ্দিন আদালতে অভিযোগপত্র জমা দেবেন বলে জানা গেছে।

অনুমোদিত অভিযোগপত্রে পিকে হালদারের বিরুদ্ধে অবৈধ উপায়ে প্রায় ১ কোটি ১৭ লাখ কানাডিয়ান ডলারের সমপরিমাণ অর্থ দেশটিতে পাচারের অভিযোগ আনা হয়েছে।

অভিযোগপত্রে প্রশান্ত কুমার হালদার ছাড়া অন্যান্য আসামিরা হলেন- প্রশান্ত কুমার হালদারের মা লিলাবতী হালদার, অবন্তিকা বড়াল, শংখ বেপারী, সুকুমার মৃধা, অনিন্দিতা মৃধা, পূর্ণিমা রানী হালদার, উত্তম কুমার মিস্ত্রি, অমিতাভ অধিকারী, প্রিতিশ কুমার হালদার, রাজিব সোম, সুব্রত দাস, অনঙ্গ মোহন রায় ও স্বপন কুমার মিস্ত্রি।

এর আগে ২০২০ সালের ৮ জানুয়ারি প্রায় ২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে মামলা হয়েছিল। অভিযোগপত্রে এবার আসামির সংখ্যা বাড়লো।
এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি