ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

বঙ্গবন্ধুর খুনিকে ফেরাতে ফের চিঠি দিতে যুক্তরাষ্ট্রের অনুরোধ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩০, ৭ এপ্রিল ২০২২

বঙ্গবন্ধুর পলাতক খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনার জন্য আবারও চিঠি দিতে আইনমন্ত্রীকে অনুরোধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠকে পিটার হাস এ অনুরোধ জানান। বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান আইনমন্ত্রী। 

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ৫০ বছরের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে যদি কোনো বাধা-বিপত্তি থাকে সে ক্ষেত্রে আলোচনা করতে রাজি আছে বাইডেন প্রশাসন।

এ সম্পর্ক এগিয়ে নিতে হবে, কোনোভাবেই বাধাগ্রস্ত করা যাবে না বলে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বরাত দিয়ে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৈঠকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে কথা হয় তাদের মধ্যে। মার্কিন রাষ্ট্রদূতকে জানানো হয়েছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কখনোই বাকস্বাধীনতা বা গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করেনি। এর ফলে গণমাধ্যম মুক্তভাবে তাদের সংবাদ পরিবেশন করতে পারছে।

এসময় মার্কিন রাষ্ট্রদূত জানান, মানবপাচার এবং সাইবার ট্রাইব্যুনালের সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবী এবং বিচারকদের প্রশিক্ষণ দেবে তারা।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি