‘নূর চৌধুরীকে কানাডায় থাকতে দেয়া মানবাধিকার লঙ্ঘন’
প্রকাশিত : ১৫:৩৬, ১ নভেম্বর ২০২২ | আপডেট: ১৫:৩৭, ১ নভেম্বর ২০২২

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে কানাডায় থাকতে দেয়া মানবাধিকার লঙ্ঘন- এটি স্পষ্টভাবে জানানো হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) সচিবালয়ে কানাডিয়ান হাইকমিশনার লিলি নিকোলাসের সঙ্গে বৈঠকের পর একথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত আনার ব্যাপারে আলোচনা হয়েছে। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অসামিদের কানাডা ফেরত দেয় না বলে জানিয়েছেন কানাডিয়ান হাইকমিশনার। তবে বিকল্প কোনো ব্যবস্থায় তাকে ফেরত আনা যায় কি-না, এ ব্যাপারে সেদেশের সব আইন খতিয়ে দেখার অনুরোধ করা হয়েছে।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী কানাডিয়ান হাইকমিশনারকে জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার দায়িত্ব নির্বাচন কমিশনের। বাংলাদেশ সরকার একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে সার্বিক সহযোগিতা করবে। নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চায় কানাডা। তবে কানাডা নির্বাচনকালে পর্যবেক্ষক পাঠাবে কি-না, সে বিষয়ে কমিশন সিদ্ধান্ত জানাবে।
এসবি/
আরও পড়ুন