ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

রোববার থেকে আগের সূচিতে ফিরছে উচ্চ আদালত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩২, ১২ নভেম্বর ২০২২ | আপডেট: ২০:৪১, ১২ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম রোববার থেকে আগের সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। তবে নিম্ন আদালতের বিচারকাজ সকাল সাড়ে ১০টার পরিবর্তে সাড়ে ৯টায় শুরু হবে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বনীর সই করা এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোবরার থেকে সকাল ১০টা ৩০ মিনিটে হাইকোর্ট বিভাগের সব বেঞ্চে বিচারকাজ শুরু হবে। মাঝে ৪৫ মিনিটের বিরতি দিয়ে ৪টা ১৫ মিনিট পর্যন্ত বিচার কাজ চলবে।

দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে সকাল সাড়ে ৯টায় বিচারকাজ শুরু হবে। মাঝে ৩০ মিনিটের বিরতি দিয়ে ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিচারকাজ চলবে।

হাইকোর্ট ও নিম্ন আদালতের অফিস সকাল ৯ টা থেকে মাঝে আধা ঘন্টা বিরতি দিয়ে ৫ টা পর্যন্ত চলবে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি