ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

আদেশ অমান্য করায় স্বাস্থ্যের ডিজিকে তলব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩২, ১৯ জানুয়ারি ২০২৩

আদালতের আদেশ অমান্য করায় এর ব্যাখ্যা দিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে তলব করেছে হাইকোর্ট। 

আজ বৃহস্পতিবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর বেঞ্চ এই আদেশ দেন। 

আগামী ২৪ জানুয়ারি তাকে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে ছাত্র ভর্তি সংক্রান্ত রেকর্ডসহ তাকে হাজির হতে বলা হয়েছে। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

এর আগে, গত বুধবার  দেশের কারাগারগুলোতে শূন্যপদে ৪৮ জন চিকিৎসক নিয়োগের নির্দেশনা বাস্তবায়ন না করায় তার ব্যাখ্যা দিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে তলব করে হাইকোর্ট। ওই বেঞ্চও আগামী ২৪ জানুয়ারি তাকে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছে।

গত বছরের ১৩ ডিসেম্বর দেশের কারাগারগুলোতে শূন্যপদে ৪৮ জন চিকিৎসক নিয়োগের নির্দেশ দেন হাইকোর্ট। স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও কারা কর্তৃপক্ষকে গত ৭ জানুয়ারির মধ্যে এ আদেশ বাস্তবায়ন করতে বলেন। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দিয়েছিলেন। 

কিন্তু এখনও শূন্যপদে নিয়োগ না দেয়ায় আদালত তাকে তলব করেছে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি