আয়কর ফাঁকির মামলায় বিএনপি নেতা দুলুর বিচার শুরু
প্রকাশিত : ১৪:৫৬, ৯ এপ্রিল ২০২৩
আয়কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। রোববার ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক মো. আখতারুজ্জামান এ অভিযোগ গঠন করেন। একইসাথে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৪ মে দিন ধার্য করেছেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, ১৯৮৩ সাল থেকে শুরু করে মোট ২ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ৫০১ টাকা আয়ের বিপরীতে ১০ লাখ টাকার আয়কর ফাঁকি দিয়েছেন তিনি। এছাড়া, প্রকৃত আয় ও ব্যয় সম্পর্কে আয়কর বিভাগকে তিনি ভুল তথ্য দিয়েছেন।
এ ঘটনায় এনবিআরের সহকারি কর কমিশনার হাফিজ আল আসাদ বাদি হয়ে ২০০৮ সালের ৩ আগস্ট দুলুর বিরুদ্ধে কর ফাঁকি দেয়ার অভিযোগে এ মামলা করেন।
সূত্র: বাসস
এসবি/
আরও পড়ুন