ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মুক্তিযুদ্ধমন্ত্রীর জামুকার চেয়ারম্যান পদে থাকার বৈধতা নিয়ে রুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৯, ২৩ মে ২০২৩

Ekushey Television Ltd.

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের চেয়ারম্যান পদে থাকার বৈধতা নিয়ে রুল জারি করেছে হাইকোর্ট। 

বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আজ মঙ্গলবার (২৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু।

যিনি মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী তিনিই আবার জামুকার চেয়ারম্যান পদে থাকেন কী করে, জানতে চেয়েছেন বিচারপতি কামরুল কাদের ও বিচারপতি শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। 

বগুড়ার বীর মুক্তিযোদ্ধা নবাব আলীর করা রিটের শুনানি নিয়ে একইসঙ্গে তার মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে জামুকার সিদ্ধান্ত স্থগিতও করেছেন। তাকে বেতন ভাতা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

হাইকোর্ট বলেন, যিনিই পুলিশ তিনিই বিচারক, এটা হতে পারে না। মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী একইসঙ্গে মুক্তিযুদ্ধ কাউন্সিলের চেয়ারম্যান থাকলে প্রকৃত মুক্তিযোদ্ধা মূল্যায়ন যাচাই-বাছাই একই হয়ে যাবে। ফলে কাউন্সিলের কার্যক্রমের কোনো মানে থাকে না।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু। রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি