ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘পতিতাদের পুনর্বাসনে হাইকোর্টের রুল’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৯, ৪ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১০:০০, ৫ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

টাঙ্গাইল শহরের কান্দাপাড়া যৌনপল্লি কেন বন্ধ হবে না এবং তাদের কেন পুনর্বাসনের ব্যবস্থা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্টরুলের জবাব দিতে আদালত মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট সচিব, সমাজকল্যাণ সচিব, টাঙ্গাইলের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের সময় বেধে দিয়েছেন।

সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট বোরহান খান আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

কান্দাপাড়া যৌনপল্লি বন্ধ এবং পতিতাদের পুনর্বাসনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. আমির কুদরত-ই-এলাহী খান। রিটে বলা হয়, যৌনপল্লির পাশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। শিক্ষার্থীদের উপর এর নেতিবাচক প্রভাব পড়ছে। এছাড়া রিট আবেদনের সঙ্গে যৌপল্লি নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন সংযুক্ত করা হয়।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি