ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫

প্রয়োজনে থানায় ওসিগিরি করব : ডিএমপি কমিশনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৩, ১৫ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৫:১০, ১৫ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র (ডিএমপি) নয়া কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ‘থানায় সেবা নিতে আসা কাউকে যেন কোনো ধরনের হয়রানি না করা হয়। ডিএমপির অধীনস্থ কোনো থানায় যদি জনগণ কাঙ্ক্ষিত সেবা ও ভালো আচরণ না পায়, সিনিয়র অফিসারদের থানায় বসাবো। প্রয়োজনে আমি নিজেও থানায় বসে ওসিগিরি করব।’

আজ রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘আমি দায়িত্ব নেয়ার পরেই ঢাকার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপ-কমিশনারদের (ডিসি) সঙ্গে বসেছিলাম। তাদের প্রয়োজনীয় ও কঠোর মনিটরিংয়ের নির্দেশনা দেয়া হয়েছে। সাধারণ মানুষ যাতে পুলিশভীতি থেকে বের হতে পারে সেই ব্যবস্থা নিতে হবে।’

ডিএমপির নতুন এ কমিশনার আরও বলেন, ‘থানায় যেন অসহায় বা অপরাধের শিকার হয়ে কোনো মানুষ হয়রানি ছাড়া মামলা ও জিডি করতে পারে, থানা থেকে বের হলে যেন তার মধ্যে এই বোধ থাকে যে পুলিশ তার সহযোগিতা করবে, তা নিশ্চিত করতে হবে।’

সাধারণ মানুষ যাতে পুলিশের দ্বারা হয়রানি, চাঁদাবাজির শিকার, পুলিশি সেবার বিপরীতে যাতে আর্থিক লেনদেন না হয়, সেদিকে নজর রাখা হবে।

কারও বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান শফিকুল ইসলাম।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি