ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

সম্রাটের ৬ মাসের কারাদণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৮, ৬ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সম্রাটকে গ্রেফতারের পর থেকে তাকে নিয়ে অভিযানে নামে র‌্যাব। রোববার দুপুরের দিকে কাকরাইলের ভূঁইয়া ম্যানশনে তার নিজ কার্যালয়ে অভিযান চালায় র‌্যাব। সেখান থেকে দুটি ক্যাঙ্গারুর চামড়া, অবৈধ অস্ত্র, বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও টর্চার করার ইলেকট্রিক যন্ত্রপাতী উদ্ধার করা হয়।

পরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম অবৈধভাবে বন্য প্রাণীর চামড়া সংরক্ষণের অপরাধে তাকে ৬ মাসের কারাদণ্ড দেন।   

এর আগে, ক্যাসিনোকাণ্ডের ঘটনায় রবিবার ভোর ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুঞ্জশ্রীপুর গ্রামে অভিযান চালিয়ে বহুল আলোচিত এ নেতাকে গ্রেফতার করে র‌্যাব-১ এর একটি বিশেষ দল। একই সঙ্গে গ্রেফতার করা হয় তার ঘনিষ্ঠ সহযোগী এনামুল হক আরমানকেও। গ্রেফতারের পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি