ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

কিশোরগঞ্জের বিচারককে হাইকোর্টে তলব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৭, ১২ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

উচ্চ আদালতের আদেশে মামলা স্থগিত করার পরও মামলা পরিচালনা করায় এবং মামলার তদন্তে আসামিদের রিলিজ দেওয়ার পরও তাদেরকে অব্যহতি না দেওয়ায় কিশোরগঞ্জ জেলা জজ আদালতের সংশ্লিষ্ট বিচারককে তলব করেছেন হাইকোর্ট। 

এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য বিচারককে আগামী ৩ ডিসেম্বর স্বশরীরে উপস্থিত হতে বলা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আইনজীবী ব্যারিস্টার এম. আতিকুর রহমান।

তিনি জানান, এ সংক্রান্ত এক মামলার শুনানি নিয়ে আজ হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি