ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

গবাদিপশুর মাংস আমদানি কেন অবৈধ নয়: হাইকোর্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২১, ১৮ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

দেশে পর্যাপ্ত গবাদিপশুর মাংস থাকা সত্ত্বেও বিদেশ থেকে মাংস আমদানি করা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না, (অবৈধ হবে না) তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে গবাদিপশুর মাংসের মান ও বিশুদ্ধতা নিশ্চিতে কেন নির্দেশ দেয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। 

এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বুধবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মো. কামরুজ্জামান ও নাজমুল হুদা। আর রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম। 

এর আগে গত সপ্তাহে বিদেশ থেকে গবাদিপশুর মাংস আনার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মোছাব্বির হোসেন রিট করেন। সে রিটের শুনানি নিয়ে আজ রুল জারি করেছেন হাইকোর্ট।

রিট শুনানিতে প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য উল্লেখ করে বলা হয়, দেশে গবাদিপশুর পর্যাপ্ত মাংস উৎপাদন হয়।

এমএস/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি