ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

করোনা প্রতিরোধকারী চিকিৎসকদের বীরের মর্যাদা দিতে হাইকোর্টের রুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২০, ২৫ মার্চ ২০২০

বিশ্ব জুড়ে করোনাভাইরাসে বিপর্যস্ত জনজীবন। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসকসহ সংশ্লিষ্টদের কেন জাতীয় বীরের মর্যাদা দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা আদালতের রুল জারির নিশ্চিত করেছেন।

ইতোমধ্যে করোনা ভাইরাসে বাংলাদেশে ৩৯ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন পাঁচজন। আক্রান্তদের মধ্যে তিনজন চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী বলে জানিয়েছে আইইডিসিআর। এ রোগে আক্রান্তদের চিকিৎসা দেয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদেরও আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। এ ঝুঁকি নিয়েও বিশ্বব্যাপী আক্রান্ত রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। এতে প্রশংসিত হলেও বিশ্বব্যাপী অনেক চিকিৎসক ও নার্সের প্রাণ গেছে।

উল্লেখ্য, এ ভাইরাস প্রায় ২০০টি দেশে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন দেশে ৪ লাখ ২৫ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছে ১৮ হাজার ৯৪৪ জন।

এমএস/এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি