ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

৮ খাবারে ত্বক হয়ে উঠবে দীপ্তিময়   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৩, ২৫ এপ্রিল ২০১৮ | আপডেট: ১১:৫৮, ২৬ এপ্রিল ২০১৮

শুধু রূপচর্চা করলেই হবে না। দীপ্তিময় ত্বকের জন্য চাই পুষ্টিকর খাবার। ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এরকম বেশ কয়েকটি সবজি ও ফল রয়েছে৷ ত্বক সুন্দর এবং দীপ্তময় করে এরকম ৮ টি ফল ও সবজি তুলে ধরা হলো৷

১)আমলকী

সকালে খালি পেটে আমলকী খান। ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় এটা ত্বক টানটান রাখতে ও দীপ্তি বাড়াতে সাহায্য করে।

২)আপেল

আপেল ভিটামিন সি সমৃদ্ধ। এটা ত্বকের কাঠিন্য দূর করে। ত্বকের মৌলিক ক্ষতি পূরণ করতে সাহায্য করে। প্রতিদিন একটা আপেল অথবা এর জুস পান করুন।  

৩)লেবু

লেবু ব্রণ, দাগ ও ব্ল্যাকহেডস প্রতিরোধে কাজ করে। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে পান করুন।

৪)মিষ্টি কুমড়ার বীজ

মিষ্টি কুমড়ার বীজে আছে জিঙ্ক। এটা নতুন কোষ গঠনে সাহায্য করে। এই বীজ ত্বকের সৌন্দর্য বাড়ায়। ভালো ফলাফলের জন্য নিয়মিত মিষ্টি কুমড়ার বীজ খান।

৫)পালংশাক

পালংশাক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটা ত্বকের কোষকে দৃঢ় করে এবং শরীর থেকে বিষাক্ত উপাদান বের করে দেয়। ফলে ত্বক পরিষ্কার দেখায়।

৬)স্ট্রবেরি

স্ট্রবেরিতে আছে ত্বকের রং হালকা করার ক্ষমতা। এটা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা ত্বকে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে তুলে। স্ট্রবেরির স্মুদি অথবা পেস্ট তৈরি করে দই ও মধু মিলিয়ে মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

৭)মিষ্টি আলু

অ্যান্টি-ইনফ্লামাটরি উপাদান সমৃদ্ধ। আর আছে ভিটামিন এ এবং সি। অল্প লবণ দিয়ে মিষ্টি আলু সেদ্ধ করে নিন। এরপর এতে গোলমরিচ, লেবুর রস মিশে খান। এটা একটা আদর্শ বিকালের জলখাবার হতে পারে।

৮)টমেটো

টমেটোতে রয়েছে প্রাকৃতিক অ্যাসিডিক উপাদান। এটা ত্বকের লোমকূপ টান টান করতে এবং ব্রণ ও অন্যান্য ক্ষত দূর করতে সাহায্য করে। এর লাইকোপেইন নামক অ্যান্টিঅক্সিডেন্ট বার্ধক্য প্রতিরোধে কাজ করে। তাছাড়া রোদপোড়া-ভাব কমায় এবং ত্বক রাখে সুন্দর ও আকর্ষনীয়।

সূত্র: কলকাতা টুয়েন্টিফোর    

এমএইচ/এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি