ঢাকা, শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫

দেড় যুগ পর পুলিশ ক্যাডারে যোগ দিচ্ছেন ওয়াজকুরনী-আফরোজা দম্পতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৬, ১৯ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

দীর্ঘ দেড় যুগ আইনী লড়াইয়ের পর অবশেষে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন অধ্যাপক মোহাম্মদ ওয়াজকুরনী ও আফরোজা হক খান দম্পতি। নিজেদের পছন্দের ক্যাডারে যোগদানের স্বপ্ন সবশেষ বাস্তবে রূপ নিতে যাচ্ছে তাদের। 

২০০৭ সালে সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে স্থগিত হওয়া ২৭তম বিসিএসের দীর্ঘসূত্রতা কাটিয়ে অবশেষে গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় ৬৭৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

এই নিয়োগপ্রাপ্তদের মধ্যে পুলিশ ক্যাডারে ৭০ জন রয়েছেন। তাদের মধ্যেই একমাত্র দম্পতি হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়াজকুরনী ও আফরোজা, যা ২৭তম বিসিএসের নিয়োগ তালিকায় একটি ব্যতিক্রমী ঘটনা হিসেবে আলোচিত হচ্ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিয়োগপ্রাপ্ত সব কর্মকর্তাকে আগামী ১ জানুয়ারি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদানের জন্য বলা হয়েছে।

অধ্যাপক ওয়াজকুরনী বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তা এবং বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের উপপরিচালক। আফরোজা হক খান দুর্নীতি দমন কমিশনে কর্মরত।

ওয়াজকুরনী ঢাকা কলেজ থেকে এইচএসসি পাসের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। আর আফরোজা হক খান ভারতেশ্বরী হোমস থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পূর্ণ করেছেন। দীর্ঘ ১৮ বছর আগের সেই স্বপ্ন এখন বাস্তবে ধরা দেওয়ায় আবেগে আপ্লুত এই দম্পতি ও তাদের পরিবার।

তারা জানান, এই রায় কেবল তাদের ব্যক্তিগত জয় নয়, বরং এটি পিএসসির মতো একটি স্বাধীন সংস্থার স্বচ্ছতা ও বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা আরো বাড়িয়ে দিয়েছে।

জানা যায়, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের শেষ দিকে এই বিসিএসের প্রক্রিয়া শুরু হলেও ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করা হয়েছিল। দীর্ঘ দেড় যুগ ধরে চলা এই আইনি লড়াইয়ের পর গত ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের রায় বহাল রেখে প্রথম সুপারিশপ্রাপ্তদের নিয়োগের পথ প্রশস্ত করেন। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে যেন সেই দীর্ঘ বঞ্চনার অবসান ঘটল।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি