ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

পা অস্বাভাবিক ঘাম থেকে সুরক্ষার উপায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৫, ১৭ জুন ২০১৮

পায়ে অস্বাভাবিক ঘাম হলে কার না অস্বস্থি লাগে। মোজা ভেজা ভেজা বা চটচটে ভাব। কিন্তু জুতো খোলার উপায় নেই। কারণ, জুতো খুললেই প্রচণ্ড দুর্গন্ধ! মোজায় পারফিউম বা পাউডার মেখেও লাভ হয় না। তাহলে উপায়! উপায় আছে।
জেনে নিন কী ভাবে মুক্তি পাবেন এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে।

• সুতির মোজা ব্যবহার করুন;
• যাঁদের এমন সমস্যা হয়, তাঁদের ঘন ঘন চা বা কফি না খাওয়াই ভাল;
• মশলাদার (স্পাইসি) খাবারদাবার এড়িয়ে চলুন;
• সপ্তাহে অন্তত একবার জুতোর ভিতরে সুগন্ধি পাউডার দিয়ে, ভালো করে কাপড় দিয়ে মুছে নিন;
• মাঝে মধ্যে জুতোগুলোকে রোদে দিন;
• একই মোজা দু’দিনে ব্যবহার করবেন না;
• নিয়মিত পা পরিষ্কার রাখুন। বাইরে থেকে ঘরে ফিরে গরম পানিতে একটু নুন ফেলে ভাল করে পা ধুয়ে নিন;
• ভাল করে পা মুছে, ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি