প্রতীক্ষা!
প্রকাশিত : ২১:২২, ১৫ জুলাই ২০২০ | আপডেট: ১৪:২৪, ১৬ জুলাই ২০২০
লেখক ও তার কবিতা
সাংবাদিকতা আমার পেশা আর ছড়া কবিতা কিংবা লেখালেখি আমার নেশা। এ নেশা আমায় ঘুমাতে দেয় না। কিন্তু স্বস্তি দেয় কিছু একটা লিখতে পারলে সমাজের অসংগতি নিয়ে ৷ যা সামান্য হলেও অন্যের উপকারে আসে। নেশার ঘোর তখনই কাটে যখন ভাল কিছু লিখতে পারি।
প্রতীক্ষা!
আমি প্রতীক্ষায় থাকবো মরণ অবধি
শুধু তোমার প্রতীক্ষায় ।
ফিরে এসো মরুর বুকে এক পশলা বৃষ্টি হয়ে ।
আমি প্রতীক্ষায় থাকবো অনুঢ়ার সাথে দেখা করার,
শুধু তারই প্রতীক্ষায় ।
প্রতীক্ষা সে তো প্রতীক্ষা নয়, যদি সময় থেমে রয়-
প্রতীক্ষা সে যে শুধুই মরীচিকা ।
জীবন সে তো মরীচিকা নয় ।
আশা কখনো কখনো মরীচিকাই হয় ।
আমি প্রতীক্ষায় থাকবো,
শুধু সুশাসন আর অন্যায়ের অবসানের ।
জানি মরুর বুকেও গোলাপ ফোটে, যদি ভালবাসা রয় ।
যে জীবনে প্রেম নেই ভালবাসা নেই সে তো মরুভূমিই হয় ।
আমি প্রতীক্ষায় র'বো মানবতার, সে তো জাগবেই
কেননা পৃথীবীতে মানবতা আছে, থাকবে,
আছে সে তো মরুভূমি নয়।
কবি- সাংবাদিক।
এনএস/