ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

করোনা নিয়ে শামীম আজাদের কবিতা

শামীম আজাদ

প্রকাশিত : ১৩:৫৩, ১১ মার্চ ২০২০

করোনা
শামীম আজাদ

লবেজান করোনার কারণে গো
ছোটাছুটি পড়ে গেছে
শুচিবাই এসে গেছে চতুর্দিকে
তার দাঁত ঝিকিয়ে উঠছে অসংখ্য
মানুষের বাগানে, আকাশে, বায়ুপন্থে।

প্লিজ এমন করোনা
বলিলেও সে থামছে না
সে বহুজাতিক সাম্যে বিশ্বাসী,
আঁকছে তারই আঁকচারা
ভরে দিয়ে সুরমার মত মারাত্মক গুঁড়া
যার টান ও টংকার
জোয়ার ও চুম্বকের বাড়া।

করোনা কিন্তু আসলে ছোট ছোট ড্রপলেট
জ্যাকসন পোলাকের ডট
বা অন্তিম অন্ধকার ঝর্ণা
যখন তখন যার তার
শ্বাসের কড়ায় দেয় নাড়া।
অনাহূত অতিথি যাকে চুম্বন দেয়
তার প্রিয়জনও হতে পারে না তার পাহারা।

পাহাড় বনানী সাগর তেল তলোয়ার
কিংবা বালির পরগনা
সমস্তই হয়ে যায় অন্ধকার করোনার রচনা।

তার চুল জলের মত নাসারন্ধ্র বন্ধ করা
ষড়যন্ত্রের মত কালো এবং তা
কষ্টি পাথর কালো রাত নামায় আরো।
কালো আই লাইনার পরা তার চোখজোড়া
তুলে তাকালেই শবের মচ্ছব এসে যাচ্ছে
ডোবাচ্ছে শাসন, নিউট্রণ, শ্রেষ্ঠ মনুষ্য ধন
সে বাছছে না নারী কিংবা পুরুষ
তার কাছে হিন্দু মুসলমান বৌদ্ধ খৃষ্টান
সকলেই মানুষ ভাই , সকলেই সমান।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি