ঢাকা, সোমবার   ১৪ অক্টোবর ২০২৪

কবি সংসদ বাংলাদেশের ১০ম কবি সম্মেলন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫০, ২০ মে ২০২৩

কবি সংসদ বাংলাদেশ আয়োজিত ১০ম কবি সম্মেলন অনুষ্ঠিত হলো ঢাকার কমলাপুরে পল্লী কবি জসীম উদ্দিনের বাসভবনের আঙিনায়।

কবি সংসদ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি কবি সাংবাদিক ও মিডিয়া ব্যাক্তিত্ব  রাজু আলীম এর সভাপতিত্বে সারাদিন ব্যপী ২ পর্বের এই আয়োজনের প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক এম পি  এবং কবি নাসির আহমেদ।

সারাদেশ প্রায় ৫০০ জন কবি এই সম্মেলনে অংশ নেয়। ড.ফোরকান আহমেদ, কবি গীতিকার শামস মনোয়ার, নজরুল ইসলাম তামিজি, ভারত থেকে আগত দেবিকা চক্রবর্তী এবং এই সন্মেলন এর আহ্বায়ক কবি জয়শ্রী দাস সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম কনক সহ বিশিস্ট কবিগণ উপস্থিত ছিলেন সেখানে। কবিতা পাঠের পর সারা দেশ থেকে আগত কবিদের সম্মাননা প্রদান করা হয়।

এই সময় কবি সংসদ এর আয়োজনে সারাদেশে সব বিভাগে বঙ্গবন্ধু কবিতা উৎসব করার জন্য সংগঠনের সভাপতি রাজু আলীম সহ  সকলকে সাধুবাদ জানান মুক্তিযোদ্ধা বিসয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি