বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’
প্রকাশিত : ১৪:০৬, ৩১ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৪:০৭, ৩১ অক্টোবর ২০১৭

বাঙালির স্বাধীনতার ডাক দিয়ে ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে ইউনেস্কোর মেমোরি অফ দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে যুক্ত হয়েছে। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বেলা হয়, ইউনেস্কো মহাপরিচালক ইরিনা বোকোভা সোমবার প্যারিসে এই জাতিসংঘ সংস্থার কার্যালয়ে ওই সিদ্ধান্তের কথা জানান।
৪৬ বছর আগে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) স্বাধীনতাকামী ৭ কোটি মানুষকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়েছিলেন এ ভাষণে। ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন, `এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম- এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম।‘
বঙ্গবন্ধুর ওই ভাষণের পরই বেগবান হয় বাঙালির মুক্তির আন্দোলন। পাকিস্তানি বাহিনীর সাথে নয় মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ ছিনিয়ে আনে স্বাধীনতা।
/ এমআর / এআর
আরও পড়ুন