ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

নিয়োগ পেয়েছেন নতুন ৩ সচিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০০, ২৫ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৯:০৭, ২৫ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

তিনজন অতিরিক্ত সচিবকে প্রধানমন্ত্রীর কার্যালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. রইছ উল আলম মণ্ডলকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) সাজ্জাদুল হাসানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব এবং স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তীকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত সচি্বের দায়িত্ব দিয়েছে সরকার।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালনকারী সুরাইয়া বেগমের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আগামী ৩১ জানুয়ারি শেষ হচ্ছে। অপরদিকে মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মাকসুদুল হাসান খান ৩১ জানুয়ারি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে কে এম মোজাম্মেল হকও ৩১ জানুয়ারি অবসরে যাচ্ছেন।

একে/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি