ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

দ. আফ্রিকা-মরক্কোয় সরাসরি জাহাজ চলবে: নৌমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৭, ২৫ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২০:৫৫, ২৫ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশের চট্টগ্রাম বন্দর, দক্ষিণ আফ্রিকার ডারবান ও কেপটাউন এবং মরক্কোর তানজের মেড পোর্টের মধ্যে সরাসরি শিপিং সার্ভিস চালু হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, এ জন্য দক্ষিণ আফ্রিকা ও মরক্কোর বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রাম বন্দরকে কারিগরি সহায়তা, অবকাঠামো উন্নয়ন, মেরিন সার্ভিস, টাগ অপারেশন ও প্রশিক্ষণ প্রদানে সহায়তা করবে।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। দক্ষিণ আফ্রিকা ও মরক্কোর বিভিন্ন বন্দর পরির্দশনের অভিজ্ঞতা তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে নৌমন্ত্রী বলেন, এ লক্ষ্যে তিনটি দেশের বন্দর কর্তৃপক্ষ শীঘ্রই একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করবে। দক্ষিণ আফ্রিকা ও মরক্কোর বন্দরগুলোর সাথে চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি জাহাজ যোগাযোগ হলে সময় এবং খরচ অনেক কমে যাবে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশ থেকে বিভিন্ন রফতানিযোগ্য বিশেষ করে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আমেরিকায় গমণকারী তৈরি পোশাক শিল্পে নতুন বাজার সৃষ্টি হবে। এতে যাতায়াত সময় এবং কস্ট অব ডুইং বিজনেস অনেক কমে আসবে। এতে ব্যবসায়ীরা লাভবান হবেন এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন বেগবান হবে।

শাজাহান খান জানান, দক্ষিণ আফ্রিকার পরিবহন মন্ত্রী জও মাসওয়ানগানি এর সাথে জোহানেসবার্গ বিমান বন্দরে ভিআইপি লাউঞ্জে সাক্ষাৎ হয়েছে। বৈঠকে ডারবান এবং কেপটাউন বন্দর সফর অত্যন্ত গুরুত্ব পায়। ডারবান বন্দর চট্টগ্রাম বন্দরের তুলনায় সবসূচকেই এগিয়ে আছে। এটি একটি মাল্টিপারপাস বন্দর। ভবিষ্যতে ডারবান পোর্টের সাথে চট্টগ্রাম বন্দরের সিস্টার পোর্ট রিলেশনশিপ করা যায় কিনা এ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এছাড়া প্রতিনিধিদল মরক্কোর সেক্রেটাররি অব স্টেট ফর ট্রান্সপোর্ট এন্ড শিপিং আমেন ফতেহল্লাহ সাথেও স্বাক্ষাৎ করেন। এ সময়ে তিনি চট্টগ্রাম বন্দরের উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে সহায়তা প্রদানের আশ্বাস দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য তালুকদার আবদুল খালেক, মমতাজ বেগম অ্যাডভোকেট, মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল ও পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়াম্যান কমডোর জাহাঙ্গীর আলম।

 

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি