ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৭, ২৫ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২৩:৩৬, ২৫ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

দেশের হাসপাতালগুলোতে জনগণের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কতৃর্পক্ষকে নির্দেশ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেলে প্রধামন্ত্রীর তেজগাঁওস্থ কার্যালয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের  সম্প্রসারণ এবং আধুনিকায়ণ সংক্রান্ত মডেল উপস্থাপনকালে তিনি এ নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, আমাদের লক্ষ্যই হচ্ছে সঠিক স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করা। যাতে সাধারণ মানুষ ঢাকা মেডিকেল কলেজসহ অন্যান্য হাসপাতাল থেকে কাঙ্খিত চিকিৎসা সেবাটা পেতে পারে। তিনি ঢামেককে একটি পরিবেশ বান্ধব, দৃষ্টি নন্দন এবং আধুনিক চিকিৎসা সেবার সুবিধা সম্বলিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট কতৃর্পক্ষকে নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার আধুরিকায়ণের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালকে নতুন রুপ দিতে চায় যেখানে বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধা এবং পর্যাপ্ত খোলা জায়গা থাকবে। উন্নত আবহ সৃষ্টি করাটা জরুরি এবং যে কোনো আগুন লাগার ঘটনা ঘটলে অগ্নি নির্বাপন সরঞ্জামের পাশাপাশি দ্রুত এবং নিরাপদ প্রস্থান নিশ্চিত করাটাও প্রয়োজনীয়।

স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকারের পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে এবং স্বাস্থ্য সেবাকে সাধারণ জনগণের দোড়গোঁড়ায় পৌঁছে দিতে তাঁর সরকার নিরলস পরিশ্রম করছে।

প্রধানমন্ত্রী এ সময় ‘৯৬ থেকে ২০০১’ পর্যন্ত তাঁর প্রথমবার সরকারে থাকার সময়ে দেশের প্রথম মেডেকেল বিশ্ববিদ্যালয় হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রসঙ্গ উল্লেখ করেন। তিনি বলেন, দেশের চট্টগ্রাম এবং রাজশাহীতে আরো দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রক্রিয়া চলছে। পর্যায়ক্রমে দেশের সকল বিভাগীয় সদর দফতরে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনেও সরকার উদ্যোগ গ্রহণ করছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তরা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

 

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি