ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

রোববার আসছেন সুইস প্রেসিডেন্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫২, ৩০ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকায় আসছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেই বারসেট। আগামী ৪ ফেব্রুয়ারি চারদিনের সফরে ঢাকায় আসবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরকালে তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সুইস প্রেসিডেন্টের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন অ্যালেই বারসেট। জানা গেছে, বৈঠক শেষে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হতে পারে।

উল্লেখ্য, ১৯৭২ সালের ১৩ মার্চ সুইজারল্যান্ড বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি