ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

শৈত্যপ্রবাহের পর এবার আসছে ঝড়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৭, ২ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

শৈত্যপ্রবাহে কুপোকাত হওয়ার পর ঝড়-ঝঞ্ঝার মতো প্রাকৃতিক দুর্যোগ আসতে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার আবহাওয়া অধিদফতরে কমিটির বৈঠক হয়। এ বৈঠকে আবহাওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অধিদফতরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান সামছুদ্দিন আহমেদের এতে সভাপতিত্ব করেন।

বৈঠকে সামছুদ্দিন আহমেদ জানান, এই মাসে (ফেব্রুয়ারি) গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।

তিনি আরোও জানান, ফেব্রুয়ারি মাসের শুরুতে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের উপর দিয়ে  মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।পাশাপাশি চলতি মাসের শেষের দিকে এক থেকে দুই দিন শিলাবৃষ্টিসহ বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে জানান তিনি।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে জানা যায় দিন দিন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এতে দেখা যায় বৃহস্পতিবার ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল পঞ্চগড়ে যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবার সকালে যা ছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে রাজধানী ঢাকায় বৃহস্পতিবার সকালে তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সকালে ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুদিন রাতের তাপমাত্রা আরোও বৃদ্ধি পাবে বলে জানান আবহাওয়া অধিদপ্তর ।

উল্লেখ্যে যে, জানুয়ারির শুরুর দিকে শৈত্যপ্রবাহে জনজীবন জবুথবু হয়ে পরে। এ সময় ৮ জানুয়ারি  উত্তরাঞ্চল ও আশপাশের এলাকায় তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যায়। এ দিন তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল ৫০ বছরের মধ্যে এদেশে সর্বনিম্ন তাপমাত্রা।

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি