ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

‘গণগ্রেফতার নয়, সন্ত্রাসীদেরই গ্রেফতার করা হচ্ছে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪০, ৩ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২০:১৯, ৩ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

আগামী নির্বাচন সামনে রেখে নিরপরাধ কাউকে হয়রানি নয় বরং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের গ্রেফতার করা হচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, গণগ্রেফতার নয়, যারা আসামি ছিনতাই, পুলিশের ওপর হামলা, প্রিজন ভ্যান পুলিশের অস্ত্র ভাঙচুরের সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হচ্ছে।

শনিবার পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে পাসপোর্ট সেবা সপ্তাহের আয়োজন করে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর।

স্বরাষ্ট্রমন্ত্রী  বলেন, হয়রানি এবং জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে সরিয়ে রাখার ষড়যন্ত্রের অংশ হিসেবে গণগ্রেফতার করা হচ্ছে না। তিনি বলেন, খালেদা জিয়ার দুর্নীতির মামলার বিচার চলছে। সেখানে আসা ও যাওয়া পথে বিশৃঙ্খলা করা হচ্ছিল। আসেখানে পুলিশের রাইফেল ভেঙে ফেলা হয়েছে, প্রিজন ভ্যানে হামলা হয়েছে, আসামি ছিনিয়ে নেওয়া হয়েছে। আপনারা জানেন, ২০১৪ সালে রাজশাহীতে কীভাবে পুলিশকে পিটিয়ে মারার চেষ্টা করা হয়। এমন পরিস্থিতি আর হতে দেওয়া যায় না।

তিনি বলেন, আমরা ভিডিও ফুটেজ দেখে ওই সব ঘটনায় জড়িতদের ধরছি। এখানে রাজনৈতিক হয়রানি হচ্ছে না। রাজনৈতিক নেতাকর্মী হিসেবে না, আমরা সন্ত্রাসীদের ধরছি। যারা ভাঙচুর, পুলিশের ওপর হামলা করেছে তাদের ধরা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য টিপু মুন্সি, স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দিন চৌধুরী।

 

/ আর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি