সংসদে বৌদ্ধ ও খ্রিস্টান ধর্ম বিষয়ক বিল উপস্থাপন
প্রকাশিত : ২৩:৫০, ৮ এপ্রিল ২০১৮

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল, ২০১৮ এবং খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল, ২০১৮ সংসদে উপস্থাপন করা হয়েছে। রোববার সংসদে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট বিল দুটি উপস্থাপন করা হয়।কমিটির সভাপতি বজলুল হক হারুন রিপোর্ট দু’টি উপস্থাপন করেন। রিপোর্টে বিল দু’টি সংশোধিত আকারে পাসের সুপারিশ করা হয়।
ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান গত ১৪ ফেব্রুয়ারি বিল দু’টি উত্থাপন করেন। বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল, ২০১৮ এ বিদ্যমান অধ্যাদেশের অধীন গঠিত বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বহাল রাখার বিধানের প্রস্তাব করা হয়। বিলে ট্রাস্টের প্রধান কার্যালয় ঢাকায় স্থাপনেরও প্রস্তাব করা হয়।
বিলে ধর্মমন্ত্রীকে চেয়ারম্যান করে ৮ সদস্যের ট্রাস্টি বোর্ড গঠনের প্রস্তাব করা হয়েছে। বিলে ট্রাস্টি বোর্ডের সভা, ট্রাস্টের কার্যাবলী, ট্রাস্টের তহবিল, বাজেট, হিসাব রক্ষণ ও নিরীক্ষা, পরিচালনা ও প্রশাসন, কর্মচারী নিয়োগ, বার্ষিক প্রতিবেদন পেশ, বিধি ও প্রবিধি প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় বিধানের প্রস্তাব করা হয়েছে।
খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল, ২০১৮ এ বিদ্যমান অধ্যাদেশের অধীন গঠিত খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বহাল রাখার বিধানের প্রস্তাব করা হয়। বিলে ট্রাস্টের প্রধান কর্যালয় ঢাকায় স্থাপনেরও প্রস্তাব করা হয়।
বিলে ধর্মমন্ত্রীকে চেয়ারম্যান করে ১০ সদস্যের ট্রাস্টি বোর্ড গঠনের প্রস্তাব করা হয়েছে। বিলে ট্রাস্টি বোর্ডের সভা, ট্রাস্টের কার্যাবলী, ট্রাস্টের তহবিল, বাজেট, হিসাব রক্ষণ ও নিরীক্ষা, পরিচালনা ও প্রশাসন, কর্মচারী নিয়োগ, বার্ষিক প্রতিবেদন পেশ, বিধি ও প্রবিধি প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় বিধানের প্রস্তাব করা হয়েছে। বাসস
এমএইচ/টিকে
আরও পড়ুন