ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

ডিরেক্ট হোম টু সেবা রিয়েল ভিউ দেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে

প্রকাশিত : ২০:০৪, ১০ মার্চ ২০১৬ | আপডেট: ২০:০৪, ১০ মার্চ ২০১৬

real viewদেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে ডিরেক্ট হোম টু সেবা রিয়েল ভিউ। অ্যানালগ ক্যাবল টিভির পরিসেবা‘র চেয়ে হাই ডেফিনেশন ক্ষমতা সম্পন্ন এই সেট আপ বক্স সংযোজন করবে নতুন মাত্রা। বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে এই কার্যক্রমের উদ্বোধন করেন বেক্সিমকো‘র প্রধান নির্বাহি দিমিত্রি লেপিক্সি। তিনি জানান, এই সেবা চালু হলে মাত্র ৩০০ টাকায় ১০০টি চ্যানেলে আরো ঝঁকঝঁকে ছবি উপভোগ করতে পারবে দর্শকরা। তিনি আরো জানান, এ তালিকায় বাংলাদেশের প্রধান চ্যানেল থাকবে, তবে প্রাথমিকভাবে ৫টি চ্যানেল হাইডেফিনেশনের আওতায় থাকবে।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি