ঢাকা, মঙ্গলবার   ০৯ সেপ্টেম্বর ২০২৫

ভারতীয় কংগ্রেসের পথেই হাঁটছে আওয়ামী লীগ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৭, ৮ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতৃত্বে নিজের ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে সামনে আনার পরিকল্পনা চূড়ান্ত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি বাংলা।

সংবাদমাধ্যমটির দিল্লি প্রতিবেদক শুভজ্যোতি ঘোষের রিপোর্টে বলা হয়, ভারতের কংগ্রেস যেভাবে গান্ধী পরিবারের প্রজন্ম রাহুল ও প্রিয়াঙ্কাকে নেতৃত্বে নিয়ে এসেছে, শেখ হাসিনা তার অনুপস্থিতিতে আওয়ামী লীগের ক্ষেত্রেও একই ধরণের মডেল প্রয়োগ করতে চাইছেন।

শেখ হাসিনার বর্তমান অবস্থা

আশির দশকের শুরু থেকে টানা ৪৪ বছর আওয়ামী লীগের নেতৃত্বে থাকা শেখ হাসিনা বর্তমানে দিল্লির একটি ‘সেইফ হাউসে’ কঠোর নিরাপত্তার মধ্যে রয়েছেন।

জুলাইয়ের অভ্যুত্থানের পর শতাধিক মানুষ হত্যার অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। একইসঙ্গে দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

জয়–পুতুলের ভূমিকা

বিবিসি বাংলা জানিয়েছে, দিল্লিতে থাকা পুতুল ইতোমধ্যে রাজনীতিতে সক্রিয় হয়েছেন এবং দলের দৈনন্দিন কার্যক্রমে যুক্ত হচ্ছেন। তিনি মায়ের হয়ে বৈঠকও করছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রে অবস্থানরত জয় দলীয় ভাবমূর্তি রক্ষায় বিদেশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হয়েছেন।

শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিরও একটি ভূমিকা রাখবেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আওয়ামী লীগের অভ্যন্তরীণ প্রতিক্রিয়া

তবে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বিবিসি বাংলাকে বলেছেন, এই উত্তরাধিকার পরিকল্পনা নিয়ে দলের ভেতরে কোনো আলোচনা হয়নি। তার ভাষায়, “আমাদের এখন মূল লক্ষ্য হলো বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার। পদ-পদবি নয়।”

কংগ্রেস মডেল ও শেখ পরিবারের ঘনিষ্ঠতা

ভারতের কংগ্রেস যেভাবে রাহুল ও প্রিয়াঙ্কাকে নেতৃত্বে এনেছে, আওয়ামী লীগের ক্ষেত্রেও শেখ হাসিনা একই কৌশল নিচ্ছেন বলে বিশ্লেষকদের মন্তব্য। দিল্লির রাজনৈতিক বিশ্লেষক বিনোদ শর্মা মনে করেন, আওয়ামী লীগ একটি পরিবারকেন্দ্রিক দল হওয়ায় গান্ধী পরিবারের মতো শেখ পরিবার থেকেই নেতৃত্ব আসা স্বাভাবিক।

শেখ পরিবারের সঙ্গে গান্ধী পরিবারের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কও উল্লেখ করেছে বিবিসি বাংলা।

সূত্র : বিবিসি বাংলা

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি