ঢাকা, শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫

গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করলেন রাশেদ খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৪, ২৭ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন মো. রাশেদ খান।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) সংগঠনের সভাপতি নুরুল হক নুরের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। 

পদত্যাগ পত্রে মো. রাশেদ খান বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে গণঅধিকার পরিষদের রাজনৈতিক কার্যক্রমে তিনি সভাপতির সঙ্গে সহযোদ্ধা হিসেবে কাজ করেছেন।

তিনি আরও বলেন, সংগঠনের স্বার্থে তার কোনো ভুল বা সীমাবদ্ধতা থাকলে তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী। সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে সভাপতির সম্মতি পাওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ব্যক্তিগত কারণ দেখিয়ে আজ শনিবার থেকে কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তবে ভবিষ্যতে দলের সঙ্গে পারস্পরিক সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি