ঢাকা, সোমবার   ১২ জানুয়ারি ২০২৬

খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা আগামী শুক্রবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৩, ১২ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর আড়াইটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শোকসভা শুরু হবে।

বিএনপির উদ্যোগে নাগরিক কমিটির ব্যানারে অনুষ্ঠেয় এই শোকসভায় রাজনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। এছাড়া, অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরাও।

উল্লেখ্য,খালেদা জিয়া গত বছরের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে বিএনপি সাত দিনের শোক পালন করেছে। রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় তিন দিনের শোক। এর মধ্যে ছিল একদিনের সাধারণ ছুটিও।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি