‘ঋণখেলাপি-দ্বৈত নাগরিকদের নির্বাচন করতে দিলে রাজপথে নামব’
প্রকাশিত : ২১:৩৩, ১৭ জানুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের অংশগ্রহণের সুযোগ দিলে রাজপথে নামার হুঁমকি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, কোনোভাবেই ইসিকে আগের ৩টি নির্বাচনের মতো দায়সারা ও সমঝোতার নির্বাচন করতে দেবো না।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় দলটির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ বলেন, সংবিধানে এবং আরপিওতে উল্লেখ আছে কারও দ্বৈত নাগরিকত্ব থাকলে সংসদ সদস্য প্রার্থী হওয়ার যোগ্যতা হারাবেন। এরপরও আমরা দেখলাম যে অনেকেই দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনে গিয়ে গুন্ডামি করছেন, নির্বাচন কমিশনে একেকজন ২০০-৩০০ লোক নিয়ে যাচ্ছেন। নির্বাচন কমিশনের ওপর চাপ প্রয়োগ করছে। নির্বাচন কমিশনও নানা ধরনের ইন্টারপ্রিটেশন (ব্যাখ্যা), নানা ধরনের ফাঁক-ফোকর দিয়ে তাদের বৈধতা দানের এক ধরনের প্রবণতা আমরা দেখতে পেয়েছি।
আসিফ মাহমুদ বলেন, বিএনপি নিজেদের গণতন্ত্রের ধারকবাহক, গণতন্ত্রের পাইওনিয়ার দাবি করছে। কিন্তু তাদের কাজকর্মে আমরা দেখি যে তারা সম্পূর্ণ ১৮০ ডিগ্রি টার্ন নিয়ে গণতন্ত্রের বিরুদ্ধে, বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে, বাংলাদেশের প্রচলিত আইনের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, যারা আগে সুযোগ পেয়ে এ দেশের সম্পদ লুট করে বিদেশে পাড়ি দিয়েছে, সম্পদ গড়েছে তারা এখন আবার দেশে এসে দ্বৈত নাগরিক হওয়া সত্ত্বেও জনপ্রতিনিধি হওয়ার পাঁয়তারা করছে। আমরা কোনোভাবেই এসব দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না।
আসিফ মাহমুদ বলেন, আপনারা যদি জনপ্রতিনিধি হতে চান তাহলে প্রকৃত অর্থে প্রথমে বাংলাদেশের, এককভাবে বাংলাদেশের নাগরিক হন, আমরা কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশের নির্বাচন করতে দেবো না। কোনোভাবে যদি নির্বাচন কমিশন এক্ষেত্রে সংবিধান লঙ্ঘন করার কিংবা কোনো ধরনের ইন্টারপ্রিটেশন দেওয়ার কিংবা এর মধ্যদিয়ে তাদের এখতিয়ারবহির্ভূতভাবে তাদের প্রার্থিতা বৈধ করার কোনো চেষ্টা করে, তাহলে আমরা আইনি লড়াই লড়বো এবং একই সঙ্গে রাজপথেও নামবো।
তিনি বলেন, আমরা কোনোভাবেই এই নির্বাচন কমিশনকে পূর্ববর্তী তিনটি নির্বাচন কমিশনের মতো একটা দায়সারা নির্বাচন এবং একপাক্ষিক নির্বাচন, সেটেল নির্বাচন আয়োজন করার সুযোগ দেবো না।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন এবং নির্বাচন পরিচালনা কমিটির আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।
এএইচ
আরও পড়ুন










