ঢাকা, শনিবার   ২৩ আগস্ট ২০২৫

‘পরিবেশ শান্ত, বিচ্ছিন্ন ঘটনা ভোটে প্রভাব ফেলবে না’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩০, ৩০ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১২:২২, ৩০ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এখন পর্যন্ত ভোটের পরিবেশ শান্ত রয়েছে। তবে ভোটের আগে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা ভোটে প্রভাব ফেলবে না।’

আজ রোববার সকাল ৮টা ৫০ মিনিটে উদয়ন প্রি-ক্যাডেট একাডেমি স্কুলে কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘অশুভ শক্তি বেশ কিছু অপচেষ্টা চালিয়েছে। যা নিরাপত্তা বাহিনী রূখে দিয়েছে। আরও চক্রান্ত তারা করতে পারে। এমনকি ভোট চুরিও করতে পারে। তবে পুলিশ, বিজিবি, র‍্যাব এবং সেনাবাহিনী মাঠে রয়েছে। তারা সব ধরণের চক্রান্ত রুখে দিবে।’

প্রসঙ্গত, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নোয়াখালী-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি