ঢাকা, শনিবার   ২৩ আগস্ট ২০২৫

‘ঐক্যফ্রন্ট জয়ের ব্যাপারে আশাবাদী’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৪, ৩০ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ঐক্যফ্রন্টের প্রধান সমন্বয়ক ড. কামাল হোসেন বলছেন, ‘প্রতি মুহূর্তে, প্রতি মিনিটে দেশের বিভিন্ন জায়গা থেকে ফোনে তথ্য আসছে, রাতেই চুরি করে ভোট দিয়ে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে। এটা স্বাধীন দেশে বঙ্গবন্ধু এবং ৩০ লাখ শহীদের সঙ্গে বেইমানির শামিল। সেইসঙ্গে এটা খুবই উদ্বেগজনক ব্যাপার। তবুও ঐক্যফ্রন্ট জয়ের ব্যাপারে আশাবাদী।’
আজ রোববার সকাল ৯টায় রাজধানীর ভিকারুননিসা স্কুল কেন্দ্র ভোটি দিয়ে বের হয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ড. কামাল অভিযোগ করেন, ‘সারাদেশ থেকে ঐক্যফ্রন্টের প্রার্থীরা ফোন দিয়ে জানাচ্ছেন তাদের এজেন্টদের বের করে দেয়া হচ্ছে। অনেক কেন্দ্রে ভোটারদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি