ঢাকা, শনিবার   ২৩ আগস্ট ২০২৫

বিএনপির জরুরি বৈঠক বিকালে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৬, ৩১ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

নির্বাচন পরবর্তী করণীয় নির্ধারণে জরুরি বৈঠকে বসছেন বিএনপির নীতিনির্ধারকরা। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার বিকাল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে। এরপর সন্ধ্যা ৬টায় হবে ২০ দলীয় জোটের বৈঠক।

প্রসঙ্গত, ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছে জোটটি। এমন পরিস্থিতিতে দল ও জোটের করণীয় চূড়ান্তে জরুরি বৈঠক ডাকা হয়েছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি